Thu. Mar 27th, 2025

৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৩৪তম বিপ্লবী সংবাদ দর্পন সাহিত্য সাহিত্য, সংবর্ধনা ও বই প্রকাশ

 

বই বাক্য, বই ঐক্য, বই মানিক্য। আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি- ‘পড়বে যত-জানবে তত’। ‘বই পড়ো নিজেকে গড়ো’।

চর্চায়,আড্ডায়, আলোচনায় জমজমাট এবারের আন্তর্জাতিক বইমেলা ২০২৫ । ৮ই ফেব্রুয়ারী (শনিবার ) বিকালে ৫:৩০ মিনিটে বিপ্লবী সংবাদ দর্পণের নিবেদন চোখে পড়ার মতো, এ যেন এক চাঁদের হাট বসেছিল প্রেস কর্নার অডিটোরিয়ামে। এক ঝাঁক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গনে প্রেস কর্নারে ঝলমল করে উঠেছিল শনিবার অপরাহ্নকাল । পশ্চিম মেদিনীপুর জেলার বিপ্লবী সংবাদ দর্পণ একটি বিশিষ্ট বাংলা ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া প্রকাশনা যার ৩৪ বছরের উত্তরাধিকার রয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার সময় ‘বিপ্লবী সংবাদ দর্পণ’ পত্রিকার প্রাণপুরুষ বিশিষ্ট সাহিত্যিক,সাংবাদিক ও সমাজসেবী স্বর্গীয় শ্রী মঙ্গলাপ্রসাদ রায় মহাশয়ের ফটোতে সাহিত্যিক এবং গুণী কবিরা মাল্যদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক নলিনী বেরা, বাঙালি নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা-নির্দেশক তপন গাঙ্গুলী,গিল্ড প্রেসিডেন্ট ও দে’জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশু শেখর দে, বিশিষ্ট কবি সাহিত্যিক রতনতনু ঘাঁটি,সাহিত্যিক ডক্টর শীর্ষেন্দু মুখার্জী, চলচ্চিত্র পরিচালক অভ্রজিৎ সেন, ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তথাগত দত্ত, গান্ধী মিশন ট্রাস্টের প্রেসিডেন্ট নারায়ণ ভট্টাচার্য, IPS চন্দ্র শেখর বর্ধন, IPS মিরাজ খালিদ, সোমনাথ বিশ্বাস ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও ন্যাশনাল রেকর্ড অঙ্কন শিল্পী, বিশিষ্ট সমাজসেবী ডঃ দীপক কুমার দাশগুপ্ত, নারায়ণ ভট্টাচার্য, IRCTC প্রাক্তন Group General Manager দেবাশীষ চন্দ মহাশয়, সাউথ ইস্টার্ন Railways Ex- PRO ও সাহিত্যিক পল্লব মুখোপাধ্যায় ও সাউথ ইস্টার্ন PRO ভ্রমণ সাহিত্যিক বিধানচন্দ্র,জেলা-শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী মৃদুল শ্রীমানি সাহিত্যিক ডঃ শ্যামলী রক্ষিত, ডঃ মায়াঙ্ক সাহু মেদিনীপুরে অন্যতম সাহিত্যিক অচিন্ত মারিক, অন্যতম তরুণ সাহিত্যিক ও গবেষক সন্তু জানা,প্রাবন্ধিক সমীরণ ভৌমিক,শঙ্কর মাইতি,জহর আলী, প্রমুখ । কিছু মানুষ আস্তে পারেনি সময় জন্য,তারা তাদের মতো করে বিপ্লবী সংবাদ দর্পণের বিশেষ বইমেলায় সংখ্যা উন্মোচন করেন। তাদের মধ্যে অন্য তম প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বাঙালি নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা ও রাজনীতিবিদ ব্রাত্যব্রত বসু, গিল্ড প্রেসিডেন্ট ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক ,নন্দিত লেখক এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ পাঠক নিয়ে একজন TED স্পিকার দেবারতি মুখোপাধ্যায়, অ্যাপোলো হসপিটাল এর সিনিয়র জেনারেল ফিজিশিয়ান ও চলচ্চিত্র পরিচালক ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়,অন্যতম কবি সাহিত্যিক সুবোধ সরকার,গায়ক তথা অভিনেতা পরিচালক অঞ্জন দত্ত । তারাপীঠ প্রধান পুরোহিত ও কবি সাহিত্যিক প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় , কবি সাহিত্যিক শুভেন্দু বিকাশ চক্রবর্তী প্রমুখ। একগুচ্ছ বই প্রকাশ,সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সায়নী দত্ত রায় ও দীপান্বিতা জানা।এক গুচ্ছ কবিতা ও গল্পের বইয়ের উদ্বোধন হলো। বিপ্লবী সংবাদ দর্পণ পত্রিকার পক্ষে উপস্থিত ছিলেন মঙ্গলা প্রসাদ রায়ের কনিষ্ঠ পুত্র বিবেকানন্দ রায়,পুত্রবধূ সায়নী দত্ত এবং পত্রিকার ম্যানেজার সুনীল চাবড়ী(পিন্টু), নিমাই সিংহ, দেবাশীষ খাটুয়া, অপূর্ব মজুমদার, ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যামেরা পার্সন বিশিষ্ট দেব কুমার দত্ত, ক্যামেরা পার্সন বিশিষ্ট শতদল মজুমদার,সম্প্রকাশ প্রমুখ । উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক-গণরা সুমন ভট্টাচার্য, অভিষেক রায়, তারকেশ্বর কুমার ওঝা,দেবাশীষ দাস,সুমন দাস,জিতেশ বোরকার,ভানু নাইডু,সঞ্জয় উপাধ্যায়,আশীষ বসাক প্রমুখ। এক গুচ্ছ কবিতা ও গল্পের বইয়ের উদ্বোধন হলো তাদের নাম অবিভক্ত মেদিনীপুর জেলার তথা ভারতের গৌরব রত্ন ও ওয়েলিফটিং একাধিকবার চ্যাম্পিয়নশিপ রমা প্রাসাদ মুখার্জী, ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়,শুভেন্দু বিকাশ চক্রবর্তী,প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়,অসিত চক্রবর্তী,অজয় সান্যাল,সন্তু জানা,মানিকাঞ্চন রায়,কবি অরুন দাস,ইয়াসিন পাঠান,নির্মল ভর্মা,ডঃ মায়াঙ্ক সাহু প্রমুখ ।

For news coverage and promotions via various newspapers, TV Channels, online websites, social media, etc. Asish Basak Ph- 9339228087, 6289583507 E-Mail: hellokolkata1@gmail.com

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *