গত ৮ই ফেব্রুয়ারি, বইমেলায় নারায়ণ সান্যাল অডিটোরিয়ামে অনুষ্ঠানিক প্রকাশ হলো ড. সজল কান্তি দত্ত রায় প্রণীত প্রামাণ্য ইতিহাস তথা দলিল “কিশোরগঞ্জের ইতিবৃত্ত ও সাহিত্য সংস্কৃতি’।
উপস্থিত ছিলেন শ্রীমতী জয়তী রায়, শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায়, শ্রী সমুদ্র বসু, শ্রী ইমানুল হক এবং অদিতি ম্যাডাম। সম্মাননা প্রদান, বই নিয়ে দু চার কথা এবং পরিশেষে তুলিকা মজুমদারের কলমে এ বছর প্রকাশনীর বেস্ট সেলার বই “কপটক্রীড়া”– র আনুষ্ঠানিক প্রকাশ দিয়ে মনোরম সময় যাপন হলো।
আরো একগুচ্ছ বই তথা Debjani Ghosh সম্পাদিত ‘অপার্থিব’ এবং শ্রী অয়নের সম্পাদনা ও Debalina Roychowdhury Banerjee অভিভাবকত্বে সংকলিত ‘যৌনতা প্রসঙ্গ প্রাচীন সাহিত্য ও লোকসাহিত্য’ সহ আরো কিছু মনোজ্ঞ গ্রন্থ।
“এবং আমরা” প্রকাশনীর কর্ণধার শ্রী Debabrata Sur মহাশয় জানান ওনাদের স্টল নম্বর ৬০২ তে সব বইগুলিই পাওয়া যাচ্ছে।
বইমেলা পরবর্তী সময় বইগুলি পেতে যোগাযোগ করতে হবে 9830116766 নম্বরে।