নববর্ষে ছোটছবির আবেগে ব্লুস্টার ক্লাব ১৪৩১

আমার একটা ইচ্ছে ছিলো সবাই কম বেশি বড়পর্দার ও বোকাবাক্সের আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে কলাকৌশলদের চেনে কিন্তু শর্টফিল্ম জগতের কলাকৌশলদের চেনে না।

সেই শর্টফিল্ম কলাকৌশলরা ফিল্ম ফেস্টিভ্যাল বা ইউটিউব মধ্যে থেকে যায়, দর্শকমহলে এখনো পরিচিতি হয়ে উঠেনি, কারণ লড়াই চলছে সবার।তাবলে আমি কি সবাইকে স্টার তৈরি করে দেবো তা আমি কোনদিন পারবোনা। তবুও চেষ্টা করছি দর্শক মহলে চিনুক তাদের।তা বন্ধ হলে নয়, ক্লাব প্রাঙ্গণে খোলা চলচ্চিত্র দেখানো দর্শক বন্ধুদের। কেউ দাঁড়িয়ে দেখবেন,কেউ বা চিয়ারে বসে আবার রাস্তা দিয়ে যাচ্ছিল সে তখন হয়তো দাঁড়িয়ে ছোটছবি দেখবেন। এই দেখে হয়তো আবার সব পাড়ার ক্লাবে ক্লাবে খোলা চলচ্চিত্র উৎসব শুরু করে দেবে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খোলা খোলা দ্বার গানটা মনে পরে যায়।ব্লুস্টার ক্লাবের বড়দের যখন জানাই তখনই তারা রাজি হয় যায়। তারপর “নববর্ষে ছোটছবির আবেগে ব্লুস্টার ক্লাব ১৪৩১” প্রস্তুতি শুরু হয়েছে।সবার সাথে দেখা হবে ৬-৭ই এপ্রিল ২০২৪।

এই দিনটার অপেক্ষা আছি।সবাই ভালো থাকবেন….

নমস্কার !!!

অভিরণ চট্টোপাধ্যায়

****Films to be screened during this Film Fest (6 & 7 April at Chetla Bluestar Club:-)

  1. Logo film (2 days)
    ——————–
    2.  Two (উদ্ধবোধন)
    —————-
    3.Chaplin artist & warrior (Documentary film)
    4.The wish
    5.Rays Kolkata(Documentary film)
    6.শব্দ কল্প প্রেম
    7.নকশিকাঁথা
    8.Adoption
    9.Rangamati in the blood 71 (Documentary film)
    10.অবসর
    11.একটি মেয়ের গল্প
    12.পরী
    13.অধরা মাধুরী
    14.মননে রবীন্দ্রনাথ
    15.Mrityu sanket
    16.Bioscope
    17.Semicolon
    18.Tarei khuje berai (Documentary film)
    19.বন্দীস্মৃতি
    20.উৎশব
    21.Shaapit
    22.হারিয়ে যাওয়া
    23.Anubhab
    24.তিনকন্যা
    25.FREE MOMENTS
    26.Helmet didi
    27.পরশপাথর
    28.Dogs How/ Before they Die, (Documentary film)
    29.পুণ্যভূমি
    30.Apratyashito
    31.celebration(Documentary film)
    32.জীয়নকাঠি
    3‌3.পেরদু
    34.বাবা
    35.আবার নিহত হলেন গান্ধীজী
    36.কালের কাহিনী
    37.সোহমের কান্ড
    38.ভন্ড জ্যাতিষীর পন্ড বরাত
    —————————
    39. Rabindranath Tagore (Documentary film)

 

One of the films to be screened:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *