‘Milan Tirtha’ of Behala registers for “Hello Kolkata Deepawali Samman”

২৬ তম বর্ষের পূজার প্রাঙ্গণ যে বিষয় ভাবনা কে নিয়ে আমাদের নিবেদন রাখতে চলেছি তার সঙ্গে আমরা সবাই জীবনের শুরু থেকে শেষ অবধি যুক্ত, আমাদের প্রথম কণ্ঠের স্বর ও সেই এবং এই প্রকৃতির মাঝেই বেঁচে থাকার অন্যতম এক মাধমই তিনিই। দেবী বন্দনার এই পুন্য ক্ষেত্রে, সমগ্র ভাবনাই আমরা এবার উৎসর্গ করেছি আমাদের মায়েদের, যারা আমাদের কাছে ৩৬৫ দিনেই আমাদের চোখে দেবী।

শিশুর জন্ম গর্ভাশয় থেকে, ভূপৃষ্ট হওয়ার পর যার স্নেহের পরশে আমাদের বেড়ে ওঠা, যে প্রকৃতির কোলে আমাদের জীবন যাপন, এবং জীবন শেষে আবারো ধরিত্রী মাঝেই বিলীন হয়ে যাওয়া ; এই সব এর মাঝেই যে এক দন্ডায়মান স্নেহশীলা ও সর্বদা আমাদের শিশুর ন্যায় প্রতক্ষ ও পরোক্ষ ভাবে এগিয়ে নিয়ে যায় যে, তিনি একমাত্রই “মা” সে আমাদের জন্মদাত্রী মা হোক বা জীবধারার পরিচালক প্রকৃতি মা।

জীবনের এই যে চক্রমণ্ডল জুড়ে অনন্তপ্রান ভাবে আমাদের জীবনের প্রত্যেক পড়তেই মায়ের যে প্রবাহ বর্তমান, তা বেষ্টন করে আমাদের নিবেন “প্রবাহ”…

কবির ভাষায় :
যে তোমায় ছাড়ে ছাড়ুক ; আমি তোমায় ছাড়ছি না মা।

‘Milan Tirtha’ of Behala registers for “Hello Kolkata Deepawali Samman”

 

 

Artist: Biswajit Barua
Idol Artist: Subodh Paul
Organised by Milan Tirtha Club (Behala)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *