রেশমঝাঁপি ও ব্লুমস্ প্রকাশনীর পত্রিকা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

রেশমঝাঁপি ও ব্লুমস্ প্রকাশনীর পত্রিকা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

 

রেশমঝাঁপি ও ব্লুমস্ প্রকাশনীর নবম বার্ষিক অনুষ্ঠান, কলকাতার, কৃষ্ণপদ ঘোষ মেমেরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হল 8 Sept সকালে.
অনুষ্ঠানে বিশিষ্ট কবিদের স্মারক সম্মান, গুণীজন সংবর্ধনা, রেশমঝাঁপি পত্রিকা ও উনিশটি বই প্রকাশিত হল ৷
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ লাহা , বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা সত্যবতী গিরি।অন্যান্য সম্মানীয় অতিথি ছিলেন দিলীপ রায়, শ্রীনিবাস অধিকারী, দেবকন্যা সেন, বিমল কুমার থান্দার, দীপক কুমার মৃধা ও শিবশঙ্কর বকসী প্রমুখ ৷
এদিন আনুষ্ঠানিক প্রকাশিত হল অধ্যাপক বিমল কুমার থান্দারের ‘ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর-কালিকামঙ্গল : পুথির পাঠ-উদ্ধার ও পাঠ-বিশ্লেষণ’ ৷ ১৯৩ টি পুথির পাঠ ও পাঠান্তর নিয়ে লেখা এই বইটি প্রকাশ করলেন অধ্যাপিকা সত্যবতী গিরি, বিশ্বনাথ লাহা ও দেবকন্যা সেন ৷ অন্যান্য প্রকাশিত বইগুলি হল কুমারেশ সরদারের ‘দর্পণে প্রবন্ধ’ ও ‘জ্ঞান চক্ষুর গর্ভপাত’, দীপক কুমার মৃধার ‘প্রবন্ধ ও সমালোচনা’, ‘সোনা মায়ের ছেলে’, ‘মানস তনয়া’ ও ‘চরমতম দুর্দিনের পাশে’। ৷
এদিন পনেরো জনকে ব্লুমস্ স্মারক সম্মান ও নব্বই জনকে রেশমঝাঁপি স্মারক সম্মান প্রদান করা হয় ৷   সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকাশবানী ও দূরদর্শনের ঘোষক নিমাই মন্ডল ৷

For news coverage, ph- 9339228087  (Asish Basak, Hello Kolkata)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *