“রূপকথা MM” স্বনির্ভর মহিলাদের উদ্যোগে “ত্রিনয়নী” এক্সিবিশন -১

 

রূপকথা MM” স্বনির্ভর মহিলাদের উদ্যোগে “ত্রিনয়নী” এক্সিবিশন -১
বাঙালির সেরা উৎসব দূর্গা পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন এরই মধ্যে কেনাকাটার ধুম লেগেই আছে। মহালয়ার ঠিক আগের দিনেই শুরু হতে চলেছে ধামাকাদার এক্সিবিশন।

আগামী ১৩,১৪,১৫ অক্টোবর বেলা ২ টো থেকে রাত ১০ টা অব্দি বেহালায় এই প্রথমবার হতে চলেছে এমন এক্সিবিশন। স্বনির্ভর মহিলাদের একত্রিত এমন উদ্যোগ নিজেদের হাতে তৈরি করে নিজস্ব প্রোডাক্ট। এই এক্সিবিশনে পাবেন হ্যান্ডমেড বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে নিজেদের হাতে বানানো আচার, খাবার, ঘর সাজানোর হ্যান্ডক্রাফট, শান্তিনিকেতনের কুর্তি,রংবেরঙের গাছপালা, র-স্টোন জুয়েলারি,রয়েছে ট্যাটু করানোর সুযোগ। সুন্দবনের মহিলাদের হাতের কাজ থাকবে,জিভে জল আনা সব খাবার থাকবে।প্রতিটি ষ্টল থেকে কেনাটা করলেই থাকছে আকর্ষণীয়া উপহার।

“রূপকথা MM ” একটা ফেসবুক পেজ যেটা স্বনির্ভর মহিলাদের প্রচেষ্টায় গড়ে ওঠে। সেই স্বনির্ভর মহিলাদের প্রচেষ্টায় এই প্রথমবার এক্সিবিশন-এর উদ্যোগ।বেহাল অশোকা সিনেমা হলের উল্টো দিকে ৩ দিন ব্যাপী চলবে এই এক্সিবিশন।

যোগাযোগ মাধ্যম “রূপকথা” ফেসবুক পেজ।
ফোন নং -7980901113/7980581253/7439085277

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *