আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-কে কেন্দ্র করে প্রথমবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আয়োজিত হলো লিটিল ম্যাগাজিন মেলা

২১ ফেব্রুয়ারী, ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মেট্রো স্টেশন-এর গেট নম্বর ১এর সামনে একটি সাংস্কৃতিক কর্মসূচী ও লিটিল ম্যাগাজিন মেলার আয়োজন করলো সামাজিক সংগঠন We are the Common Peopleপদক্ষেপ সাহিত্য পত্রিকা

এই কর্মসূচী তে সম্মাননা জানানো হলো পাঁচ জন যৌন কর্মীবোন (পঞ্চকন্যা)-কে যারা নিজেদের পেশার সাথে সাথে শত প্রতিকূলতা কে অগ্রাহ্য করে সাহিত্য চৰ্চা চালিয়ে যাচ্ছেন।।

মোড়ক উন্মোচন হলো আমাদের প্রিয় লেখিকা এবং কথাকাব্য ও রাজকন্যা পত্রিকার সম্পাদক সপ্তদ্বীপা অধিকারীর কথাকাব্য পত্রিকার ধর্ষণ বিষয়ক বিশেষ সংখ্যা।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী,
কবি পিনাকী রায়, কবি চিত্রা লাহিড়ী, কবি সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জী, সাংবাদিক অপূর্ব দাস, সাংবাদিক সুমন ভট্টাচার্য, সাংবাদিক আশীষ বসাক, শিক্ষাবিদ পদ্মশ্ৰী কাজীমাসুম আখতার, সেরাম গ্রুপের কর্ণধার সঞ্জীব আচার্য, শিল্পপতি দীনেশ খেমকা এবং সন্দীপন বিশ্বাস। অনুষ্ঠানের সূচনা করেন কবি অদিতি বসু রায়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিসর্জন, গোধূলি লগ্ন, টিএস ক্রিয়েশন, বে রঙিন কলম, প্রতিদ্বন্দ্বী ফেসবুক পেজ এবং অনুরণন সাংস্কৃতিক দলের র সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *