Poem by Nirmoy Sarkar, ILF Member

 

হে নারী, হে প্রিয়তমা
——————————
✍️নির্ময় সরকার
—————————-

শরীরে কম্পন জাগে, মস্তিষ্কের গোপন আদেশে
নতুন উদ্যমে তুমি খোলা ময়দানে, উন্মুক্ত বাতায়নে
তোমার অজ্ঞাতসারে তোমার সকল গন্ধ বাতাসে
প্রেমহীন পুরুষের হৃদয় আন্দোলনে
তুমিই অনুপ্রেরণা! হে নারী, হে প্রিয়তমা।

এলোমেলো চুলে বৈশাখের সমস্ত মাস্তুল
গর্জে উঠলো মেঘ, যেনো এভাবেই বৃষ্টি আসে__
এভাবেই শীতল হয় প্রেমিকের বুক।

তুমি বসে থাক, বক্ষের পাঁজর বেয়ে ঝড়ে পড়ে ঘাম
তবু থাকুক মুগ্ধ প্রেম তোমার সকল শরীর জুড়ে
আমি বাঁচি তোমার স্বপ্নে, দীর্ঘতম রাত্রি যাপন কালে
পূর্ণিমার আকাশে চেয়ে থাকি
জোৎস্নার আলোর ঠোঁটে চুমু খেয়ে পূর্ণিমা দেখি,

হে নারী, হে প্রিয়তমা!
আমার সকল যৌবন ছুঁয়ে গেলে তুমি
প্রেমিকা হলে হৃদয়ে বসন্ত এনে,
যদি কোনদিন অষ্টপ্রহর জাগো
চলে যাও ভেসে প্লাবনে, নদী কল্লোলে,
শুধু একবার বলে যাও ভালোবাসো অথবা_
তুমি প্রেম হবে কোনখানে ছুঁলে?

**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *