2 poems by ILF member Rupa Dutta Chowdhury

চন্দ্রাভিযান
 – রুপা দত্ত চৌধুরী

২৩শে আগস্ট ২০২৩ চাঁদের বাড়ি পৌছে গেলাম,
দিয়ে পারি চন্দ্রযানে, সেথায় দেখি চরকা কাটা বুড়ি কোথায়?
শুধুই যে পাথর,
আজ যেন মনে হয় সবই শুনেছিলাম আজগুবি। এলাম বিক্রম চড়ে অনেকটা পথ জার্নি করে।
দেখবো আমি অনেক কিছু আগে যা দেখেনি কেউ। নতুন তথ্য জানার তরে মনে জাগে শিহরণ।
নেবে থেকে হার কাঁপানো শীতে কাবু।
অন্ধকারে পাই না ঠাহর,ও মামা তুমি কোথায়?
তোমার ভাগ্নে এলো তোমার তরে,
জলদি তুমি সামনে এসো সঙ্গে কিছু খাবার এনো, দুজনে বসে গল্প করি ।
পৃথিবী যে অনেক দূরে হাতছানি দিয়ে ডাকে মোরে।

 

 

র‍‍্যাগিং
   -রূপা দত্ত চৌধুরী

স্বপ্নদীপের দীপ নিভে গেল কলেজ হোস্টেলে দাদাগিরির অত্যাচারের ঝড়ো হাওয়ায়। সে প্রতিবাদ করেছিল অন্যায় কে, প্রতিবাদ করেছিল শারীরিক অত্যাচারকে,প্রতিবাদ করেছিল বিকৃত মানসিকতা কে।
বাবা মায়ের ভালোবাসার মোড়কে ঘেরা সতেরো বছরের ছেলের হোস্টেলে কয়েকদিনেই,
শঙ্কিত করেছিল মনুষ্যরূপী জন্তু গুলোকে,
তাদের দলবদ্ধ আক্রমণে পাশে পায়নি নিজের বন্ধুদের ও,
তারা তো মেনে নিয়েছে সবকিছু।
মারা গেছে স্বপ্নদীপ, শরীরে সিগারেটের ছ্যাকার দাগ নিয়ে বিবস্ত্র নিথর শুয়ে আছে স্বপ্নদ্বীপ।
সামনে দাঁড়ানো প্রশাসনের প্রতিশ্রুতি গুলোকে যেন পরিহাস করছে, বলছে কারো শাস্তি চাই না বন্ধ হোক ‍ র‍্যাগিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *