কবিতা – Milan Kumar Bhowmick (ILF Member)

পরমহংস দেব

–কবি মিলন কুমার ভৌমিক

পুঁথিগত বিদ্যায় মন নেই
জন্ম ভারতবর্ষে,
পৃথিবীর জগৎ পিতা
পরিচিতি সবার কাছে।
অসাধারণ স্মৃতি শক্তিতে ভরপুর,
দশ বছর বয়সে,
রামায়ণ, মহাভারত কাব্যপাঠ
শুনতে সবাই মুখে মুখে।
জীবনতত্ব ও মৌলিক চিন্তাধারায়,
মানবজাতি কে বাঁধলে একসূত্রে,
উত্তরণের পথ নির্দেশে।
ঈশ্বরাবতার রুপে অবতীর্ণ
মানবজাতির উপর বিকীরণ করে।
বিস্ময় জাগে মনে
আজ ও লাখো,লাখো, মানুষের ভিড়,
মন্দিরে মন্দিরে স্পর্শ পাওয়ার জন্য।
সৃষ্টি কর্তার অপরুপ দশ’নে
ঈশ্বর ভাবনা জাগলো,
বিশ্ববাসীর হৃদয়ে নতুন করে।

 

।।প্রেয়সী।।

—-কবি মিলন কুমার ভৌমিক

প্রিয়া হৃদয় জুড়ে তুমি
দুচোখ ভরে দেখি,
ক্ষণে ক্ষণে জাগে প্রশ্ন
ভালোবাসা, আগের মতো আছে কি।
এক প্রাণ দুটি হৃদয়ে
মধুর স্বপ্ন চোখে,
তোমার রুপের ছটায় ভাসি।
ও হেনরির প্রেমের গল্প
প্রকৃত ভালোবাসাই জীবনের অঙ্গ।
এসো গল্প করি
বাড়বে জ্ঞানের আলো।
জীবনে ছিল সহিষ্ণুতা
ভালোবেসে শুনেছি কতো গল্পকথা।
জীবনের গতি ফুরায়
সময় যতো এগোয়,
জীবনের লড়াই শেষ হয়।
মানুষের জীবন লুডোর
সাপ সিঁড়ির মতন,
অন্তরে স্বপ্ন হয়না পূরণ।
মনকে আর রাখবো না বন্দী
চিন্তা ধারা একসূত্রে বাঁধী।
পরস্পরের বন্ধু হয়ে
জীবন জুয়ারে ভাসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *