কবিতা by ILF Member Nilima Biswas Pal

 প্রতিচ্ছবি

 — নীলিমা বিশ্বাস পাল

প্রতিনিয়ত নিজের প্রতিচ্ছবি দেখতাম স্বচ্ছ দর্পনে,
আজ নিঃস্ব রিক্ত হারিয়েছি ফেলে আসা স্বচ্ছ দর্পন।

একেবারেই ভেঙে চূর্ণ বিচূর্ণ, ভাঙ্গা টুকরো নিয়ে সাজিয়েছিলাম নতুন নতুন স্বপ্ন।

পরতে পরতে সাজাতে গিয়ে বারবার দেখেছি বিচূর্ণ হতে,
আমি চূর্ণ আয়নায় নিজেকে নতুন করে দেখা শুরু করলাম।

একটিবারের জন্যও মনে হয় নি দর্পন টি ভাঙা, ধীরে ধীরে সব কেমন ঝাপসা হতে থাকলো।
তাই চেনা পথ ধরে আবারো হেঁটে যাওয়া।

দর্পন টি আমার কিশোরী বেলার, তারপর হলাম যুবতী, বিবর্ণ ঝরা পাতার মতো বেশ কিছু বসন্ত পার করলাম।

মধ্যলগনে এসে মনে হলো ফেলে আসা দর্পনে নিজেকে আর স্বচ্ছ দেখতে পারবো না।

এক লহমায় এসে পড়লাম কঠিন বাস্তবতার লড়াইয়ে।
কষ্টের পর্দা সরিয়ে জীবনে আর উঁকি দেয় না আলো।

থমকে গেছে আমার অর্থহীন বেঁচে থাকার চাওয়া পাওয়া,
বুকের পিঞ্জরে নির্ঘুম রাতে শুনতে পাই কার যেন চেনা আওয়াজ।

অপার সৌন্দর্যের লীলাভূমি তে রেখে যেতে চাই আমার সৃষ্টি, কিছু নান্দনিক কৃষ্টি আর মিস্টিক অনুভূতিদের।

আমি এখনো জোড়া লাগাতে চাই মেয়েবেলার দর্পন
টিকে,
আর দেখতে চাই শেষ বসন্তের নিজের স্বচ্ছ প্রতিচ্ছবি কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *