গড়িয়া গ্রন্থমেলা মঞ্চে সমাজ ধারা পত্রিকার পক্ষ থেকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান

গত ১১ই মার্চ, ২০২৪, গড়িয়া গ্রন্থমেলার সমরেশ মজুমদার মঞ্চে সমাজ ধারা পত্রিকার পক্ষ থেকে ছিল চল্লিশ মিনিট ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।     অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন এক অনুভবী কবি দম্পতি। যার মধ্যে একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, এবং লেখক শ্রী আতাউর রহমান যিনি পেশাগত ভাবে জেলা ও দায়রা বিচারক এবং বর্তমানে রাজ্য প্রশাসনিক ন্যায়পিঠের নিবন্ধক।সঙ্গে ছিলেন তাঁর সুযোগ্য সহধর্মিণী শ্রীমতী রাবেয়া রহমান। যিনি একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, আবৃত্তিকার এবং পেশাগত দিক দিয়ে আলিপুর উকিল সভার সদস্যা,এবং আর্ত অসহায় মানুষের সেবায় নিয়োজিত এক প্রাণ।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন গড়িয়া গ্রন্থমেলার মুখ্য সাংস্কৃতিক আহ্বায়ক শ্রী অমৃতাংশু দত্ত।
অতিথিদের উত্তরীয়,মেডেল, ব্যাজ,সম্মাননা পত্র, এবং মিষ্টান্ন দিয়ে বরণ করে নেন পত্রিকার সম্পাদিকা সুজাতা ঘোষ।
আতাউর রহমান মহাশয় স্বল্প কথায় তাঁর অসাধারন বক্তব্য রাখেন। অমৃতাংশু দত্ত ছোট করে তাঁর শুভেচ্ছা বার্তা দেন
তারপর স্বরচিত কবিতা “একক জননী “পাঠ করেন শ্রীমতী রাবেয়া রহমান।
এরপর শুরু হয় মূল কবিতা পাঠের আসর।যা শুরু করেন শ্রীমতী সুজাতা ঘোষ, আতাউর রহমানের “শাপমোচন” কবিতা পাঠ করে। এরপর একে একে কবি স্মৃতি বেগ বিশ্বাস, কবি কুমারেশ সরদার, কবি রাজেশ্বরী সেনগুপ্ত,কবি নন্দদুলাল মন্ডল, কবি সদাশিব সেনগুপ্ত, বাচিক শিল্পী মিঠু মন্ডল এবং সুতপা অধিকারী। এদের প্রত্যেক কে সমাজধারা পত্রিকার পক্ষ থেকে মেডেল, ব্যাজ, সম্মাননা পত্র এবং মিষ্টান্ন দিয়ে সম্মানিত করেন শ্রীমতী সুজাতা ঘোষ। অনুষ্ঠান শেষ হয় কবি রাবেয়া রহমানের লেখা কবিতা ” শেষ ঘুম ” সুজাতা ঘোষের কন্ঠে পাঠ করে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজাতা ঘোষ।

ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সমাজধারার সম্পাদক-স্বত্বাধিকারী সোমনাথ ঘোষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *