গ্রামের নিখাঁদ সবজি ও নিত্যপ্রয়জোনীয় সামগ্রী নিয়ে জনতা বাজার আজ থেকে পথ চলা শুরু করলো নাকতলায়

গ্রামের নিখাঁদ সবজি ও নিত্যপ্রয়জোনীয় সামগ্রী নিয়ে জনতা বাজার আজ থেকে পথ চলা শুরু করলো নাকতলায়

এবার জুড়বে গ্রাম থেকে শহর , হ্যাঁ এই লক্ষ্য কে মাথায় রেখে আজ গড়িয়া নাকতলার বুকে জনতা বাজারের ডেলিভারি পয়েন্ট চালু হলো .. জনতা বাজার কোম্পানি গ্রামের কৃষকদের সাথে শহরের ক্রেতাদের এক মেলবন্ধন ঘটাচ্ছে পুরোটাই নিজেদের কোঅপারেটিভ বেবস্থার মাধ্যমে

কোম্পানির দাবি কৃষকদের তাদের ফসলের ন্যায্য মূল্য দেবে কোম্পানি সাথে শহরের মানুষদের কাছে গ্রামের টাটকা শাক , সবজি , ফল , মাছ , মাংস স্বল্প মূল্যে কেনার সুযোগ করে দেবে .. ওনাদের হোয়াটস্যাপ নম্বরে একটা মেসেজ করলেই ২৪ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তরতাজা আনাজ.. জীবনে ভালো খাঁটি খাবার খাবার ইচ্ছে ও প্রয়জোনীয়তা দুটোই শহরের মানুষদের থাকলেও সময়ের অভাবে বা সুযোগের অভাবে তা এতদিন সম্ভব ছিল না কিন্তু এবার নাকতলার বাসিন্দারা সুন্দরবন , নদিয়া , ভাঙ্গর , হাওড়া , মেদিনীপুরের চাষ জমিতে প্রস্তুত হওয়া সম্পূর্ণ নিখাঁদ সবজি ও নিত্যপ্রয়জোনীয় খাদ্যসামগ্রী পেয়ে যাবে ঘরে বসেই তাও আবার বাজারের দামের তুলনায় কিছুটা বেশি সাশ্রয়ে ..

জনতা বাজারের কর্তৃপক্ষের দাবি যত বেশি সংক্ষক মানুষ তাদের কমুনিটির সাথে জুড়বে ততটাই সস্তা হওয়া সম্ভব জিনিসের দাম .. ওনাদের বক্তব্যে এটা পরিষ্কার যে মজুতদার , জোতদার , স্টকিস্ট , কোল্ড স্টোরেজ মালিকরা এত দিন যে মুনাফা টা করতো সেই মুনাফার অংশটাই কোম্পানি ক্রেতাদের দেবে যারফলে অস্বাভিক মূল্যবৃদ্ধির বাজারে গ্রাহকরা যেন কিছুটা সস্থি পায়

ওনাদের হোয়াটস্যাপ নম্বর ৯৮৩৬১১৬৬৮৯ অর্ডার দিলেই ২৪ ঘন্টায় আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে গ্রাম বাংলার নিখাঁদ দ্রব্য সামগ্রী .. ওনাদের এই প্রক্রিয়ায় উপকৃত হবে গ্রাম বাংলার বহু কৃষক পরিবার সাথে শহরের মানুষদের জন্য এবার সাস্থ সম্মত খাবার খাওয়ার সুযোগ থাকছে অফুরান এমনটাই জানালেন কোম্পানির কর্ণধারেররা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *