‘শারদ মজলিস’ অনুষ্ঠিত হল সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে, ,যার কর্ণধার স্বাতী বিশ্বাস।

‘শারদ মজলিস’ অনুষ্ঠিত হল সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে, ,যার কর্ণধার স্বাতী বিশ্বাস।

2.11.2023, সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে ছিল বিখ্যাত গ্রুপ স্বাতীর গান মঞ্চের ”শারদ মজলিস ‘অনুষ্ঠান,যার কর্ণধার স্বয়ং স্বাতী বিশ্বাস। সেদিনের অনুষ্ঠান ঠিক সময় মতো শুরু হয়েছে। প্রথমেই স্বাতীর গান মঞ্চের সদস্য রা দুটি উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। গান দুটি জনপ্রিয় সংগীতশিল্পী গীতা দত্তের দুটি গান -কাজল কাজল কুমকুম ও ওঠো ওঠো মা গৌরী। অসাধারণ পরিবেশনায় সমৃদ্ধ ছিল উদ্বোধনী সংগীত। ঠিক পরেই কলাবতী রাগে রাগপ্রধান গানে মন ভরিয়ে দিলেন স্বাতীর গান মঞ্চের আর এক কর্ণধার উমা ভট্টাচার্য। পরবর্তী শিল্পী রা একে একে তাঁদের সুন্দর পরিবেশনা দিয়ে দর্শকশ্রোতাদের মুগ্ধ করলেন। তাঁরা হলেন -তৃণা দত্ত, সীমা মিত্র, অরুন্ধতী দত্ত, শমিতা রায় চৌধুরী,শুক্লা দাস সেন,গোপা দাস মজুমদার, শর্মিষ্ঠা দাসগুপ্ত, মধুমিতা রায়,সুমিতা সাহা। বাহার সুরঝর্না গ্রুপের সমবেত সংগীতে মন ভরে গেল,যার কর্ণধার সংহিতা ভট্টাচার্য্য।তাঁদের দুটি গানের চয়ন অপূর্ব-ঝুন ঝুন ময়না নাচো না ও ও আকাশ সোনা সোনা। এরপর লবণ হ্রদ সংবাদ ও হ্যালো কলকাতার সাংবাদিক দের সম্বর্ধনা দিলেন স্বাতীর গান মঞ্চের কর্ণধার স্বাতী বিশ্বাস,ও ঐ গ্রুপের সদস্য রা।আবার ও পরবর্তী শিল্পী রা নিজেদের সুন্দর পরিবেশনা দিয়ে দর্শকশ্রোতাদের মুগ্ধ করলেন। ছিলেন রুমা লাহিড়ী, সংহিতা ভট্টাচার্য্য,মিতা নাগ,মধুছন্দা বর্ধন,সৌরভি দাস রায়, বুলবুল মিশ্র,ছন্দা ভট্টাচার্য্য,পিয়ালি পিউ। হাওয়াইয়ান গীটারে ভারতী পোদ্দার ছিলেন। বিতস্তা চ্যাটার্জী, চায়না বিশ্বাস, সীমা দে, ঈশিতা পান, সুমিতা চ্যআটআর্জঈ,তাপসী রক্ষিত,অন্তরা রায়, কৃষ্ণকলি আচার্য্য ও মীনা ভট্টাচার্য্য নিজেদের অসাধারণ পরিবেশনায় সমৃদ্ধ করলেন। শেষ শিল্পী স্বাতীর গান মঞ্চের কর্ণধার স্বাতী বিশ্বাস ‘ফাগুনের মোহনায়’গান টির মূল গান টি শুনিয়ে শ্রোতাদের সমৃদ্ধ করলেন। তাঁর গানের সাথে ঐ গ্রুপের সদস্য ও শ্রোতাদের নাচে অনুষ্ঠান টি জমজমাট হয়ে উঠেছিল। অনুষ্ঠানের শেষ পরিবেশনা খুবই মুগ্ধতায় ভরানো।অনুরনন ড্যান্স অ্যাকাডেমির ক্ষুদে সদস্য দের সমবেত নৃত্য।তার কর্ণধার অনামিকার পরিচালনা প্রশংসনীয়। সর্বোপরি স্বাতীর গান মঞ্চের কর্ণধার স্বাতী বিশ্বাসের সুন্দর আয়োজন ও সমগ্র অনুষ্ঠানের পরিচালনা এক কথায় অনবদ্য। পরিপাটি প্রতিটি অনুষ্ঠান ও ব্যবস্থাপনায় সমৃদ্ধ অনুষ্ঠান টি ছিল আগা গোড়া সুন্দর ভাবে পরিকল্পিত,যা শিক্ষনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *